1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘তৃতীয় বিয়ে’ নিয়ে কী ভাবনা শাকিব খান? বেগম জিয়াকে সিসিইউ থেকে কেবিনে পাটানো হয় এমপি মানিকের ছোট ভাইয়ের ইন্তেকাল বৃহস্পতিবার জানাজা আজ মহান মে দিবস ধর্মপাশায় ইউপি সদস্যের শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কণ্ঠশিল্পী পাগল হাসানের ঘর নির্মাণ করে দেবেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান বেনজিকে গ্রে ফ তা রে দাবীতে সিলেটে দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে গণজমায়েত ও মিছিল সিলেটে যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের লন্ডনে চুপিসারে ‘দ্বিতীয় প্রাক-বিয়ের অনুষ্ঠানে’ অনন্ত-রাধিকা!

সুনামগঞ্জ-২ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭, ১১.১৫ এএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৮টায় তুমুল বৃষ্টির মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টায় বৃষ্টি কমে আসলেও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোট চলাকালে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল পোনে ৪টা পর্যন্ত পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেনও কোন অনিয়মের অভিযোগ করেননি। বিকেল পোনে ৫টায় রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে ভোট কাস্টিং কম হয়েছে জানিয়ে রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক জানিয়েছেন, গড়ে ৪০ ভাগ ভোট কাস্ট হয়েছে।
দুটি উপজেলা, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত দিরাই-শাল্লা আসনে ভোট ভোটার ২লাখ ৫২ হাজার ৪৩০।
১১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬টি কেন্দ্র ঝূকিপূর্ণ থাকলেও কোনটিই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩ হাজার ২৫৭জন আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্য চার স্তরের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন।
আওয়ামী লীগ প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তার সঙ্গে প্রতিদ্বন্ধিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মিয়া। তবে স্থানীয় বিএনপি তাকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছিল।
স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু মিয়া বিকেল পোনে চারটায় বলেন, আমি নির্বাচনী এলাকার ১০-১২টি কেন্দ্র ঘুরেছি। কোথাও কোন অনিয়ম ও দুর্নীতি পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার চোখে পড়েনি। তবে ভোট শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিক সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান।
রিটার্নিং অফিসার এস এম এজহারুল হক জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃষ্টির কারণে ভোট কাস্টিং কম হয়েছে জানিয়ে তিনি জানান, প্রায় ৪০ ভাগের মতো ভোট কাস্ট হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!