1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত জানিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট! বান্দরবানের বাকলাইতে পাওয়া গেল দুই ‘কেএনএফ’ সদস্যের মরদেহ সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত ৩ ভারতের দ্বিতীয় দফা নির্বাচনে ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দেশের যে যে বিভাগ গুলোতে টানা ৩ দিন ঝড়বৃষ্টি হতে পাড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু রোববার থেকে খোলা হতে পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে যা জানাল মন্ত্রণালয় সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা মে মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতে সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বন্যায় বিধ্বস্ত ১৮টি সড়কের সংস্কার কাজ শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৩.৩৭ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১৮টি সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী জনগুরুত্বপূর্ণ এই সড়কগুলো গত চারদফা বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস প্রকল্পের উদ্যোগে সংস্কার কাজ চলছে। রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
বুধবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ-ধনপুর-মেরুয়াখলা সড়কটির সংস্কারকাজ উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক সংস্কারকাজ উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশল (ম্যাকানিক্যাল) মো. আকবর আলী, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর চন্দ্র বিশ্বাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, চারদফা বন্যায় সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সবগুলো রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে অক্টোবরমাস ব্যাপী সড়ক সংস্কারকাজ শুরু হয়েছে। জেলার ১৮টি গুরুত্বপূর্ণ সড়ক এই মাসের মধ্যেই সংস্কার সম্পন্ন হবে। তাছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর তথ্য ও বরাদ্দ চেয়ে উর্ধতন কর্তৃপক্ষ বরাবরে আবেদন পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!