1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত জানিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট! বান্দরবানের বাকলাইতে পাওয়া গেল দুই ‘কেএনএফ’ সদস্যের মরদেহ সড়ক দুর্ঘটনায় সিলেটে নিহত ৩ ভারতের দ্বিতীয় দফা নির্বাচনে ৮৮ আসনে ভোটগ্রহণ শুরু প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দেশের যে যে বিভাগ গুলোতে টানা ৩ দিন ঝড়বৃষ্টি হতে পাড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু রোববার থেকে খোলা হতে পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান এ বিষয়ে যা জানাল মন্ত্রণালয় সিলেটের মাঠে ভারতকে হারাতে প্রস্তুত বাঘিনীরা মে মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টিপাতে সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভায় অঝোঁরে কাদলেন শত শত কর্মী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭, ৯.০০ এএম
  • ৫২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সাকিতপুর গ্রামের সত্তরোর্ধ মনজুর আহমদ লাঠিতে ভর দিয়ে এসেছেন প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শোকসভায়। মঞ্চের সামনে ১৫-২০ গজ দূরে বসেছেন তিনি। বক্তারা যখন সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিকথা বলছিলেন তখন এই বৃদ্ধকে দেখা গেল কাঁদতে। নিরবে চোখের জল মুছছেন আর ডান হাতে থাকা টিস্যু দিয়ে জল আড়াল করার চেষ্টা করছেন। তার ঠিক কয়েক সারি পরেই হাতে বামে বসে থাকা সদানন্দপুরের নকুল দাস অঝোরে কাদছিলেন। পাঞ্জাবির নিচের অংশ দিয়ে বারবার মুছছিলেন জল। বক্তারা যত প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতি রোমন্থন করছিলেন নকুলের চোখ বেয়ে তত জল ঝরছিল। এভাবে নাম না জানা শত শত সুরঞ্জিত ভক্ত, অনুরাগী ও কর্মীরা নিরবে চোখের জল ফেলছিলেন শোকসভায় এসে। প্রৌড়, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের লোককেই এভাবে কাদতে দেখা গেছে শোকমঞ্চের আশপাশে। উপস্থিত অনেকেই এই দৃশ্যটি দেখে নিজেরাও নিরবে চোখের জল ফেলেছেন। কোন কোন বক্তা আবেগঘন বক্তব্য রাখতে গিয়ে অনেককেই ভাসিয়েছে চোখের জলে।
মনজুর আহমদ বলেন, আজীবন নেতা মেনেছি। তার কথা শোনেছি। কোন চাওয়া-পাওয়া ছিলনা। নেতা আমাদের মনের কথা বুঝতে পারতেন। হৃদয় থেকে ভালোবাসতাম তাকে। আমাদের এমন নেতা আর পাবনা।
চোখের জল মুছতে মুছতে নকুল দাস জানালেন, কিশোর বয়স থেকেই সুরঞ্জিত সেনগুপ্তর কথা মন্ত্রমুগ্ধের মতো শোনতেন তিনি। এভাবে মানুষকে কথার যাদুতে ধরে রাখতে পারা মানুষের সংখ্যা বিরল। তিনি জানালেন, দেশ-বিদেশে দিরাই-শাল্লার মুখ উজ্জ্বল করেছিলেন সুরঞ্জিত। মুক্তিযুদ্ধে নেতৃত্বধান, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রায় ৪৫ বছর রাজনীতিতে শীর্ষে অবস্থান করাসহ সংসদীয় গণতন্ত্র, প্রগতির পক্ষে অকুণ্ঠ কথা বলেছেন। আজীবন লড়ে গেছেন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। এমন নেতাকে হারিয়ে আমার মতো দিরাই-শাল্লার হাজারো মানুষ এখন কাঁদছে।
শুধু দিরাই-শাল্লাই নয় অবরোধের মধ্যেও দুর্গম পথ পাড়ি দিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এসেছিলেন শোকসভায়। জাতীয় নেতাদের মুখ থেকে এবং তার সহধর্মিনী ও প্রিয় সন্তানের মুখ থেকে নেতার কথা শোনার জন্য তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিরাই বিএডিসি মাঠে বসেছিলেন। শোকসভা শেষ করেই তারা মাঠ ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!