1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

প্রতিদিন ১ লাখ ৬০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত : ডব্লিওএইচও

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৪.১৮ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিশ্বে করোনার সংক্রমণ বেড়েই যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারির শুরুর পর যতো লোক করোনায় আক্রান্ত হয়েছে তার অর্ধেকেরও বেশি হয়েছে জুন মাসে।
ডব্লিওএইচও’র প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার এক ভার্চুয়াল বৈঠকে বলেছেন, গত এক সপ্তাহে প্রতিদিন বিশ্বে ১ লাখ ৬০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বলেন, মোট শনাক্তের ৬০ শতাংশ কেবল গত এক মাসে রিপোর্ট করা হয়েছে।
বিশ্বজুড়ে ৫ লাখ ১১ হাজারেরও বেশি লোকের মৃত্যু এবং এক কোটিরও বেশি লোক আক্রান্ত হওয়া সত্ত্বেও চলতি সপ্তাহের প্রথমদিকে ডব্লিওএইচও সতর্ক করে বলেছে, করোনা শেষ হওয়ার কাছাকাছি অবস্থানেও নেই। তিনি করোনা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বরোপ করেন।
টেডরস আরো বলেন, যেসব দেশ কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন, শারিরীক দূরত্ব ও মাস্ক পরার মত্যে পদক্ষেপগুলো ব্যাপকভাবে নিতে পেরেছে তারা সংক্রমণ রোধ ও জীবন বাঁচাতে পেরেছে। যারা এসব পদক্ষেপ নিচ্ছে না তাদের জন্যে দীর্ঘ ও কঠোর পথ অপেক্ষা করছে বলে তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!