1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিশ্বম্ভরপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, নিহত ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১.৫১ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকায় বেইলি সেতু ভেঙে ভারী মালবাহী ট্রাক খাদে পড়ে দুই জন মারা গেছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি। তারা একটি নির্মাণাধীন সেতুর মালামাল নিয়ে আসছিলেন বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের গুলডুবা-বরইকান্দি খালের উপর নির্মিত পলাশ পুলেরঘাট বেইলী ব্রিজ দিয়ে বৃহষ্পতিবার দুপুরে একটি নির্মাণসামগ্রীভর্তি ভারী পণ্য নিয়ে তাহিরপুরের দিকে আসছিল একটি ট্রাক। বিশ্বম্বরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রনবিদ্যা এলাকার বেইলি সেতুতে ট্রাকটি উঠলে অধিক বোজাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেইলি সেতুটি নিয়ে ভেঙে নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করে। আরো একজনের লাশ এখনো আটকে আছে ট্রাকের ভেতর। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো ৫ শ্রমিককে। আহতরা জানিয়েছেন এই ট্রাকটি তাহিরপুরের বিন্নাকুলি এলাকায় যাচ্ছিল যাদুকাটা নদীর উপর নির্মিত সেতুর মালামাল নিয়ে। পথে দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে। বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়েই আমি দ্রুত ঘটনাস্থলে পৌছে গিয়ে দেখি ট্রাকটি নিচে পড়ে আছে। স্থানীয় উৎসুক জনতা ট্রাকটি ঘিরে নিহতদের উদ্ধারের চেষ্টা করছেন। আমরা অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করেছি। আরো একজন ভেতরে আটকে আছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিস ইউনিটও স্ট্রিলের এঙ্গলবাহী ট্রাকটি সরানোর চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!