1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাহিরপুর সীমান্তে আটককৃত তিন বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে বিএসএফ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১১.০৬ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর সীমান্তের ওপারে আটককৃত তিন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
তারা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের মৃত হজরত আলীর ছেলে মো. আশুক মিয়া(২০), একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. নাজির হোসেন (১৮) ও সামসু উদ্দনের ছেলে মো. জসিম মিয়া (১৯)।

বিজিবি ও স্হানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে চাঁনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০০/৫-এস এর নিকট দিয়ে তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে কয়লা উত্তোলনের জন্য ৮শ গজ ভারতে অভ্যন্তরে প্রবেশ করে। পরে লাইলট নামক স্থানে ভারতীয় রাজাই বিএসএফ ক্যাম্পের টহল দল তাদেরকে আটক করে। বিষয়টি রাজাই বিএসএফ ক্যাম্প কমান্ডার চাঁনপুর বিওপি কমান্ডারকে বিষয়টি অবহিত করে। একপর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটকৃতদের চাঁনপুর বিওপি কমান্ডার এর নিকট হস্তান্তর করে।
সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে তিন বাংলাদেশী নাগরিক কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থাকায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!