1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ছাত্র জনতার সমাবেশে শান্তিগঞ্জ পয়েন্টকে এমএ মান্নান চত্বর ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৩.৫২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ পয়েন্টকে এমএ মান্নান চত্বর ঘোষণা করে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ম্যুরাল নির্মাণের ঘোষণা দিয়েছে এলাকার ছাত্র-জনতা। বুধবার দুপুরে হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত মিছিল সমাবেশে হাজারো জনতার সমাবেশে জনতার দাবির প্রেক্ষিতে এই ঘোষণা দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত রাজনৈতিক সহকারি হাসনাত হোসাইন। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান উপস্থিত হাজারো মানুষ।
সমাবেশে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান অবহেলিত সুনামগঞ্জ জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সহ বিভিন্ন বিভাগে উন্নয়নের মাধ্যমে বদলে দিচ্ছেন। নিরহঙ্কার, সৎ ও দক্ষ নেতা হিসেবে প্রধানমমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনামন্ত্রীকে মূল্যায়ণ করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকেই তিনি দু’হাত ভরে সুনামগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই এমন যোগ্য মন্ত্রীকে সম্মান জানানো জেলাবাসীর কর্তব্য। দক্ষিণ সুনামগঞ্জবাসী ভালোবেসে উন্নয়নের বরপুত্র এমএ মান্নানের নামে শান্তিগঞ্জ পয়েন্টকে এমএ মান্নান চত্বর ঘোষণা করেছেন। এখানে নেতাকর্মীরাই ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পমনামন্ত্রী এমএ মান্নানের ম্যুরাল স্থাপন করবেন। যাতে পরবর্তী প্রজন্ম দেশের উন্নয়নের সারথি হিসেবে তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!