1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে খ্রিস্টান যুবকের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩৪ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পাকিস্তানের লাহোরে ধর্ম অবমাননার দায়ে এক খ্রিস্টান যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। আসিফ পারভেজ নামে ওই যুবকের বিরুদ্ধে কর্মস্থলের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধর্মীয় অবমাননাকর বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে।

আইনজীবী সাইফ-উল-মুলুক জানিয়েছেন, ২০১৩ সাল থেকেই বন্দি রয়েছেন ৩৭ বছর বয়সী আসিফ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) আদালত তাঁর সাক্ষ্য বাতিল করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আদালতের পূর্ব-শুনানিতে আত্মপক্ষ সমর্থনকালে আসামি দাবি করেন, তাঁকে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ সাইদ খোখার। এ প্রস্তাবে রাজি না হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননাকর বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়।

তবে পারভেজের ওই দাবি অস্বীকার করেছেন একটি হোসিয়ারি কারখানার কর্মকর্তা সাইদ। বাদীপক্ষের আইনজীবী গোলাম মুস্তফা চৌধুরী বলেছেন, কারখানাটিতে আরো কর্মী ছিলেন। তাদের কেউই সাইদের বিরুদ্ধে ধর্মান্ধতার অভিযোগ করেননি।

তিনি বলেন, পারভেজের কাছে আত্মরক্ষার আর কোনো সুস্পষ্ট পথ না থাকায় তিনি ধর্মান্তরের অভিযোগ তুলেছেন।

পাকিস্তানের কঠোর ধর্ম অবমাননা আইনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমান করলে আবশ্যক মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া ইসলাম ধর্ম, পবিত্র কোরআন শরীফ বা সম্মানিত কোনো ব্যক্তিকে অপমান করলেও সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।

সূত্র : আলজাজিরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!