1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রতিদিন অর্ধেক শিক্ষার্থী উপস্থিত রাখার চিন্তা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ১০.৪৪ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা-পরবর্তী সময়ে যখন প্রাথমিক বিদ্যালয় খুলবে তখন প্রতিদিন অর্ধেক শিক্ষার্থীকে স্কুলে উপস্থিত রাখার চিন্তাভাবনা চলছে। অর্থাৎ এক দিন অর্ধেক শিক্ষার্থী স্কুলে যাবে, বাকি অর্ধেক যাবে অন্যদিন। স্কুলে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। স্কুলে ঢোকার আগে তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে হবে। এসব নানা প্রস্তাব সামনে রেখেই কভিড-১৯ পরিস্থিতিতে বিদ্যালয় ফের চালু করার গাইডলাইন তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘করোনা-পরবর্তী সময়ে স্কুল কিভাবে চলবে সে ব্যাপারে আমরা একটি গাইডলাইন তৈরি করছি। এই বিষয়ে আমাদের কাজ শেষের পথে। দু-এক দিনের মধ্যেই এটা নীতিমালা আকারে জারি করা হবে।’ তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তার সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে সচিব বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গতকাল মঙ্গলবার এই গাইডলাইন নিয়ে বৈঠক হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। স্কুল ম্যানেজিং কমিটি, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এই গাইডলাইন মনিটর করবে। গাইডলাইনের খসড়ায় বলা হয়, শিক্ষার্থীরা মাস্ক নিজের ব্যবস্থাপনায় আনবে। তবে হাত ধোয়ার বিষয়টি স্কুল দেখবে। এ ছাড়া প্রতিদিন শিক্ষার্থীদের বসার বেঞ্চ পরিষ্কার করতে হবে। যেসব স্কুলে টিউবওয়েল বা পানির ব্যবস্থা নেই সেখানে সে ব্যবস্থা করতে হবে। প্রতিটি স্কুলকে বার্ষিক যে ৫০ হাজার টাকা দেওয়া হয় সেখান থেকে এসবে ব্যয় করতে হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!