1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া জামালগঞ্জে ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘হৃদয়ে জাগে একাত্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন ছাতকে জমিতে পানি সেচের প্রতিবন্ধকতা করে তারাবিলে মৎস্য আহরণ, অবশেষে বন্ধ ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নে কলেজ ও ওয়ার্ড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হবে: এমপি মানিক মাহির জামিন মঞ্জুর করলেন আদালত সুনামগঞ্জে আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার গ্রেপ্তার শাল্লার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপকের বিরুদ্ধে অপপ্রচার: সুধীজনের ক্ষোভ ও নিন্দা ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত জামালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা জামালগঞ্জে দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন

তাহিরপুরে মুক্তিযোদ্ধার জায়গা জোর পূর্বক দখলের অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জুলাই, ২০১৮, ২.১৩ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে এক নিরীহ বীর মুক্তিযোদ্ধার জায়গা অবৈধভাবে জবরদখলের পায়তারাসহ ওই মুক্তিযোদ্ধাকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সোমবার (১৬ জুলাই) জায়গার মালিক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ হিফজুর রহমান তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের মৃত তারা মিয়ার পুত্র হারুনুর রশিদ,মামুনুর রশিদ,কামাল মিয়া,জামাল মিয়া ও বিল্লাল মিয়া এবং একই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী আলেয়া বেগম গত ০৭/০৭/১৮ইং তারিখ সকাল ১০ ঘটিকার দিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হিফজুর রহমানের জায়গায় থাকা সাইনবোর্ডটি সরিয়ে জোরপুর্বক জায়গা দখলের চেষ্ঠা করে। এ সংবাদ শুনে ঘটনাস্থলে পৌছে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে জায়গা দখলে নিষেধ বাঁধা দিলে হারুনুর রশীদ গংরা ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধাকে জোরপুর্বক জায়গা দখল সহ প্রাননাশের হুমকি প্রদান করে যা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করেন বীর মুক্তিযোদ্ধা ।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ হিফজুর রহমান জানান,আমি নিরীহ লোক এবং পেশাগত কারনে বাড়ির বাহিরে থাকি। আমার প্রতিপক্ষের লোকজন জোরপুর্বক জায়গা দখল সহ আমাকে প্রাননাশের হুমকি দিয়েছে। আমি এ বিষয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!