1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

তাহিরপুরের ৭ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬, ৪.২১ পিএম
  • ৪৭১ বার পড়া হয়েছে

রাজন চন্দ::
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী স্ব-স্ব ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় স্থানীয় জনসাধারণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
৭টি ইউনিয়নের বাল্যবিবাহমুক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়নে বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নে জামাল উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়নে হাজী আবুল হোসেন খান, বালিজুড়ি ইউনিয়নে আতাউর রহমান, শ্রীপুর দক্ষিন ইউনিয়নে বিশ্বজিত সরকার ও বড়দল দক্ষিন ইউনিয়নে সবুজ আলম।
৭টি ইউনিয়নের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আাখঞ্জি, সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুছ ছালাম, প্রানী সম্পদ অফিসার সমাপন চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, শ্রীপুর উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী খসরুল আলম, বাদাঘাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, আমিনুল ইসললাম, দলীয় নেতা রঞ্জু মুখার্জি, আব্দুস শাহিদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মানবেশ রায়, ইউপি সদস্য হেনা আক্তার, মল্লিকা বেগম, সহকারী শিক্ষক নুরুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!