স্টাফ রিপোর্টার::
বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত সুনামগঞ্জের চারজন মসল্লির যানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটায় সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের গুলেরগাও মাঠে একই সঙ্গে চারজনের যানাজার নামাজ সম্পন্ন হয়। পরে নিজ নিজ গ্রামে তাদেরকে দাফন করা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নোয়াগাও গ্রামের আবু বক্কর (৫৫), গুলেরগাঁও গ্রামের আকবর আলী (৫০), কলাইয়া গ্রামের আবদুজ জহুর (৫৫) এবং কাঠাইর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উলুতুল গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৫০)। চারজনের যাজানায় হাজারো মুসল্লি অংশ নেন। যানাজার নামাজ পড়ান বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নূরুল ইসলাম খান।
সোমবার ভোরে সুনামগঞ্জে আসার পথে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনার পরেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা সিলেট ওসমানী হাসপাতালে ছুটে গিয়ে তাদের লাশ বাড়ি নিয়ে আসেন। বিকেল সাড়ে ৩টায় তাদের মরদেহ এলাকায় নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনসহ এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। এলাকাবাসীর সিদ্ধান্তেই একই মাঠে একসঙ্গে চারজনের যানাজার নামাজ সম্পন্ন হয়।