স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার ঘাগটিয়া তালুকদার বাড়ির উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে এলাকার দুস্থ, অসহায় শিশু কিশোর ও নারী পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে সোমবার। সকাল ১১ টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া চকবাজার মাদ্রাসা মাঠে এসব বস্ত্র বিতরণ করা হবে। তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপে’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদারের সভাপতিত্বে বস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁ, তাহিরপুর উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কর, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন।
বিশিষ্ট ব্যবসায়ী মোকাররব হোসেন তালুকদার এবং দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান তালুকদার অনুষ্ঠানটি সফলের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।