1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ২.০৫ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও কয়লা জব্দ করেছে ২৮- বিজিবি টহল দল।
সুনামগঞ্জের ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান,

চিনাকান্দি বিওপির টহল দল ১২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ছয়টায় সীমান্ত পিলার ১২১১/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের উত্তর কাপনা নামক স্থান হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য উনচল্লিশ হাজার টাকা।

নারায়নতলা বিওপির টহল দল ১২ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে বারোটায় সীমান্ত পিলার ১২১৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য সাতাশ হাজার টাকা।

টেকেরঘাট বিওপির টহল দল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর চারটায় ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া নামক স্থান হতে ১,৯০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য আটত্রিশ হাজার টাকা।

তিনি জানান এসব পন্যের সর্বমোট সিজার মূল্য এক লক্ষ চার হাজার টাকা।
তিনি আরও জানান,আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!