স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে যতদিন বন্যা পরিস্থতি থাকবে ততদিন বিজিবি মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জিএইচএম সেলিম হাসান। তিনি বলেন, ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ বিপর্যস্ত। আমাদের ব্যাটালিয়ন নিজেদের রেশনের পণ্যে প্রথমে রান্না করা খাবার বিতরন শুরু করে। পরে শুকনো খাবারও বিতরণ করা হয়। আমরা বন্যার পর থেকে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চাল, ডাল, তেল, দুধসহ নানা ধরনের খাদ্যপণ্য বিতরণ করেছি। সুনামগঞ্জে যতদিন এই বন্যা দুর্যোগ থাকবে ততদিন আমরা বন্যার্তদের পাশে থাকব।
তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কানলার হাওরপাড়ের গ্রাম সুরমা ইউনিয়নের বালিকান্দি, রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের অন্তত ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো. মাহবুবু রহমান, অতিরিক্ত পরিচালক মেজর জাকির প্রমুখ।