বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে দিনব্যাপী দুর্গম এলাকায় বানভাসি মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বৃহষ্পতিবার সকাল থেকে সুনামগঞ্জ ও দোয়ারাবাজার উপজেলার তিনটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে গিয়ে সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক
তারা বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। অসীম চন্দ্র বণিকসহ প্রশাসনের কর্মকর্তারা ত্রাণ বিতরণ করেন।
বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার এলাকার মুজিববর্ষ উপলক্ষে নির্মিত গুচ্চগ্রামে যান তারা। সেখানকার বন্যাক্রান্ত অর্ধশত পরিবারের মধ্যে শুকনো খাবার, স্যালাইন ও মোমবাতি বিতরণ করেন। পরে দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি, মান্নারগাও এলাকার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর, মুড়ারবন্দ, রাশনগর, রহমতপুরসহ বিভিন্ন এলাকার বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর ত্রাণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য আক্তার হোসেন, রেজাউল করিম, সুব্রত রায় প্রমুখ।