স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে গৌরারং ও মোহনপুর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলসহ উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ ইউনিয়নের সোনাপুর বেদেপল্লী, সাক্তারপারা গ্রাম এবং মোহনপুর ইউনিয়নের নরুল্লা ও দেওয়াননগর গ্রামের এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ২৫০ গ্রাম গুড়, মোমবাতি, দিয়াশরাই ও পানি বিশুদ্ধকরণ টেবলেট।
ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ প্রমুখ। উল্লেখ্য এর আগের দিন সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উত্তর সুরমার ইউনিয়নে বিভিন্ন গ্রামেও ত্রাণ বিতরণ করেন খায়রুল হুদা চপল।