স্টাফ রিপোর্টার::
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার সুনামগঞ্জের বাধ ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়া হাওরসহ বিভিন্ন ঝূকিপূর্ণ হাওর পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে তিনি ধর্মপাশা উপজেলার ডুবাইল বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়া চন্দ্রসোনার তাল হাওর পরিদর্শন করেন। পরে তাহিরপুর উপজেলার গুরমার হাওরও পরিদর্শন করেন।
এসময় কবীর বিন আনোয়ার সাংবাদিকদের বলেন, দুর্নীতি সারা পৃথিবীতেই আছে। তবে দুর্নীতির বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে কি না তা দেখার বিষয়। সরকার সকল দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ২০১৭ সালের পরে ৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আমাদের গঠিত তদন্ত কমিটিতে তাদের অবহেলা প্রমাণিত হয়েছিল। তাই সেসময়ে আমরা তাদের বরখাস্ত করেছিলাম। এবারও আমরা দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ পেয়েছি সেটি তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেব। দুর্নীতি তদন্তে আমাদের টিম হাওরে কাজও শুরু করেছে। কাজে দায়িত্বপ্রাপ্ত কেউ জড়িত থাকলে রেহাই পাবেনা।
এসময় হাওর পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পাউবোর উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।