স্টাফ রিপোর্টার ::
মুক্তিযুদ্ধের গবেষক, লেখক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকুর ‘মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান নিউইয়র্কের জ্যোকসহাইটর্সের খাবারবাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জনপ্রিয় সাপ্তাহিক দেশ পত্রিকার প্রকাশক মঞ্জুর হোসেন মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম শিপার। বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার ও সাবেক ছাত্রলীগ নেতা জাহেদ চৌধুরী অপু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী মি. চয়ন, সাংস্কৃতিক সংগঠক সাগর রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক রনেন্দ্র তালুকদার পিংকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ লেখক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন, বর্তমানে আমেরিকা বন্ধুদের নিয়ে কাজ করছেন। বিশেষ করে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন তার এই কাজগুলো অবিস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে খাবারবাড়ি রেস্টুরেন্টে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।