স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের দুই শতাধিক হতদরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়ন কার্যালয় চত্বরে সুবিধাভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন হতদরিদ্র পরিবারের লোকজন।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বিষপতি চক্রবর্তী, অধ্যাপক তরুণ কান্তি দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম।
শীতবস্ত্র প্রদানকালে অতিথিবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে উপস্থিত লোকজনকে করোনা ভ্যাক্সিন গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপনের অনুরোধ জানান।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুই শতাধিক হতদরিদ্র পরিবারের হাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অতিথিবৃন্দ উন্নত শীতবস্ত্র তুলে দিয়েছেন। ভবিষ্যতেও ইউনিয়নের প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হবে।