1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দোয়ারায় উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ৯.১৭ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে জয় লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিচ)। তিনি পেয়েছেন ১৯,৯০৯ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রের মোড়কে নির্বাচন করা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম এ বারী (আনারস)। তিনি পেয়েছেন ১৩,৬৮৭ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। উপজেলার ৫৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৭,৪৭০ জন ভোটার। উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৬৯ হাজার ২২৬ জন। ভোট পড়েছে প্রায় ২৩ শতাংশ।
এদিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন নুরুল ইসলাম। তিনি পেয়েছেন ৩,৬৭৪ ভোট। এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ২০০ ভোট।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ১ম পর্যায়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তিনি নৌকা প্রতীকে পান ৩১ হাজার ৫৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিস) প্রতীকে পান ২০ হাজার ১২১ ভোট। গত বছরের ৩০ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম (৭৫)।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!