1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চার বছরে ২২৮ এনজিওর নিবন্ধন বাতিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ৫.৫৭ পিএম
  • ১১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
গত চার বছরে ২২৮ টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শর্ত লঙ্ঘনসহ নানা কারণে এনজিওগুলোর নিবন্ধন বাতিল করা হয় বলে বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নর উত্তরে মন্ত্রী এ তথ্য জানানা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মোজাম্মেল হক জানান, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নানা কারণে ২২৮টি এনজিওর নিবন্ধন বাতিল করেছে সরকার।

এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত ২৬০টি বিদেশি এনজিও। আর ২ হাজার ২৬৬টি রয়েছে দেশি এনজিও। সব মিলিয়ে এনজিও নিবন্ধিত হয়েছে ২ হাজার ৫২৬টি।

মন্ত্রী আরো জানান, প্রকল্পের নাম, প্রকল্পের মেয়াদ, টাকার পরিমাণ, প্রকল্পের অনুমোদনের তারিখ, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্প এলাকার সংশ্লিষ্ট তথ্য জেলা/উপজেলায় প্রকল্পের জন্য বরাদ্দ, বহুবর্ষী প্রকল্পের ক্ষেত্রে আলোচ্য বর্ষে বরাদ্দ, আলোচ্য বর্ষে প্রকৃত ব্যয়, প্রকল্পে উপকারভোগীর সংখ্যা, উপকারভোগী নির্বাচনে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা হয়েছে কিনা, হয়ে থাকলে তার সংক্ষিপ্ত বিররণী এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদিত পত্রের শর্ত যথাযথভাবে প্রতিপালিত হয়েছে কিনা এ বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!