তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর বাজারে শাহজালাল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শাহজালাল টাওয়ারের পরিচালক মো. আবুল হাসান রাসেল জানান, টাওয়ারের নিচ তলায় থাকা মিটার রুম থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে মিটার রুমে থাকা ৩১টি বিদ্যুতের মিটার পুড়ে গেছে।
আগুনের খবর পেয়ে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের দল, তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর ও থানার এসআই মো. গোলাম হক্কানী।