স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১টায় জেলা পরিষদের রেস্ট হাউস থেকে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেস্ট হাউসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা পরিষদ রেস্ট হাউজে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাশ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাশ, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, সদস্য তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমেদ, কাওসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জগৎজ্যোতি রায় জয়, রাহাত আহমদ, জেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম চপল, তানভীর আহমেদ সোহান, শামছুল আবেদীন রাজন, মাহিন তালুকদার, মাজিদুর রহমান মুন্না, হুজাই হুদা অনিক, প্রভাস পাল, অনিক দাশ, সাজুর মনি রুবেল, দীপ্ত কান্তি দাস, তুষার আফনান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায় প্রমুখ উপস্তিত ছিলেন।