ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে অভিযান চালিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার সাঁটানোর দায়ে চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমদ ও বিপ্লব বিশ্বাসকে পাঁচ হাজার টাকা করে এবং সাধারণ সদস্য প্রার্থী আব্দুল হাই, দিলোয়ার হোসেন, আজিজুর রহমান ও রতন মিয়াকে দুই হাজার টাকা করে সর্বমোট ১৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) বেলা দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার বংশীকুন্ডা বাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুয়ানুল হালিম এই অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,মধ্যনগর থানার উপরিদর্শক (এসআই) আবদুল মালেক, উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী আবুল হাসান প্রমুখ। আগামি ৫জানুয়ারি এ উপজেলার ১০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।