1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

৪ দফা দাবিতে সুনামগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৫.৩৪ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার দুপুরে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ-সহকারি প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরির প্রাথমিক নিযুক্তিতে একটি স্পেশাল ইনক্রিমেন্ট, পরিকল্পনা ও নক্সা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩টি স্পেশাল ইনক্রিমেন্টে প্রদান, উপসহকারি প্রকৌশলী থেকে সহকারি প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৫০ ভাগে উন্নীতকরণ, বিএনবিসি-২০২০ এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়ণের ধারা উপধারা সংশোধন, ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদিত চলমান চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩ বছর রূপান্তরের শিক্ষা মন্ত্রণালয়ের আতœঘাতি উদ্যোগ বন্ধসহ ৪ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি কাজি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুস সালাম, উপসহকারী প্রকৌশলী মাছুম আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শৈকত রায়, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আশরাফুল সিদ্দিকী প্রমুখ। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!