স্টাফ রিপোর্টার::
জাতীয় শোকদিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ভার্চুয়াল আলোচনাসভা করেছে। রবিবার বিকেলে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনাসিন্ধু চৌধুরী বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনাসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলার জনগণ সেই মহান নেতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সব ষড়যন্ত্র ছিন্ন করে আবারও বাংলার মানুষের ভাগ্যন্নোয়নের দায়িত্বে দিয়েছেন। আমাদের নেতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজটি করছেন নেত্রী। তিনি বলেন ইতিহাসের নিকৃষ্টতম এই ঘাতকরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মানুষের মন থেকে মুছে দিবে, কিন্তু হাজার বছরের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এখন দেশে বিদেশে প্রোজ্জ্বল হয়ে ওঠছেন। একজন বিশ্ব নেতা হিসেবে মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। তার কারণে আমরা গৌরবে বাঙালি পরিচয় দিচ্ছি বিশ্বসভায়। তিনি বঙ্গবন্ধুর আদর্শে সবাইকে পথ চলার আহ্বান জানান।
ভার্চুয়াল আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট অবনী মোহন দাস, আবুল কালাম চৌধুরী, সৈয়দ আবুল কাশেম, জুনেদ আহমেদ, শংকর চন্দ্র দাস, এডভোকেট আঃ করিম, শামিম আহমদ চৌধুরী, আজাদুল ইসলাম রতন, জাহাঙ্গীর চৌধুরী, সিতেশ তালুকদার মঞ্জু, কামরুল হাসান চৌধুরী, নিগার সুলতানা কেয়া, মঞ্জুর আলম চৌধুরী, হাজী আবুল কালাম, অমল কর, আসাদুজ্জামান সেন্টু, হাবুল চৌধুরী অমল,কল্লোল তালুকদার চপল, মাহতাবুল হাসান সমুজ, শামিম আহমদ, আবুল হোসেন খান, শামীম আহমদ বিলকিস, ফরিদ উদ্দিন তারেক, শামিমুল ইসলাম, মুকাররম হোসেন. জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্দি দে প্রমুখ।