1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শীর্ষ ব্যবসায়ি সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হলেন সুনামগঞ্জের চপল-সজীব

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ মে, ২০১৭, ৫.১৯ এএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদকালের নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ থেকে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল পরিচালব পদে নির্বাচিত ও সহসভাপতি সজীব রঞ্জন দাশ একই প্যানেল থেকে পরিচালক মনোনীত হয়েছেন। বুধবার রাতে এফবিসিসিআই থেকে এ বিষয়টি সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।
জানা গেছে, গত ২৯ জুন এফবিসিসিআই বোর্ড সভায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের প্রধান করা হয় সংসদ সদস্য প্রফেসর আলী আশরাফকে। আর নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয় বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনকে। বর্তমান প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি কোন প্যানেল না থাকায় সফিউল ইসলাম মহিউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এদিকে সুনামগঞ্জের দুই শীর্ষ ব্যবসায়ী মর্যাদাপূর্ণ এই প্রতিষ্ঠানের পরিচালক নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর সকল ব্যবসাীয় ও প্রতিনিধিবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!