1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৮ মে ২০২৩, ০৩:২৩ অপরাহ্ন

মুকুট আমার ভাতিজা, জগলুল আমার ভাগনা: মুকুটের সংবর্ধনায় মতিউর রহমান

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭, ৩.০২ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
নূরুল হুদা মুকুটের নাগরিক সংবর্ধনাসভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, নূরুল হুদা মুকুট আমার ভাতিজা, জগলুল আমার ভাগ্না। উপস্থিত জনপ্রতিনিধি ও জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই দুইজন আপনাদের নেতা। এই দুইজন যাতে ঐক্যবদ্ধ থাকেন সেই চেষ্টা করবেন আপনারা। দুই নেতাকে উদ্দেশ্য করে মতিউর বলেন, তোমাদেরকে ঐক্যবদ্ধ দেখে অনেকে কানভারি করে বিভক্ত করতে চাইবে। তাই তোমাদের সাবধান করছি যাতে কেউ তোমাদের বিভ্রান্ত না করতে পারে।
মতিউর রহমান নূরুল হুদা মুকুট ও আয়ূব বখত জগলুলের উদ্দেশ্যে বলেন, আমি আজীবন তোমাদের সঙ্গে থাকার অঙ্গিকার করছি। তোমাদের থেকে কখনো বিচ্যুত হবনা। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করে যাব।
মতিউর রহমানের বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের বিরোধীতা ছিল লক্ষ্যণীয়।
এদিকে মতিউর রহমানের বক্তব্যকে হাততালি দিয়ে সমর্থন জানান উপস্থিত নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!