হাওর ডেস্ক ::
সারা বিশ্বে ২০৭টি দেশ ও অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদ তরীতে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের ছোবলে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্যে চলছে মৃত্যুর মিছিল। এশিয়ার দেশগুলোতেও হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশ টুডে
রোববার (৫ মার্চ) পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে ৮৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৯ জন। খালি চোখে দেখলে হয়তো সংখ্যাটা ভয় পাইয়ে দেয়ার মতো নয়। তবে এশিয়ার মধ্যে করোনায় মৃত্যুর হারে প্রথমে রয়েছে বাংলাদেশ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের খুঁটিনাটি নিয়ে নিয়মিত হালনাগাদ করে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ওর্মিটার’ নামে একটি ওয়েবসাইট। এটি সর্বশেষ যে পরিসংখ্যান দিয়েছে তাতে মৃত্যুর হার ১১.৪৩ শতাংশ। সূত্র: আমাদের সময়.কম