1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাই-শাল্লায় উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী সুনামগঞ্জের চার উপজেলায় ৫৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ বাংলার দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো ‘পুষ্পা টু’ ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ ইউটিউবার টিম রাকিব পুলিশের সামনে মিথিলাকে পেটাল রূপান্তর নাটক: ট্রান্সজেন্ডার নাটকটি করায় জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা বুবলীর আগের একটি সংসার ছিল ও একটি মেয়ে আছে: সুরুজ বাঙালি চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরে চাপায় এক যুবক নিহত দিরাই-শাল্লায় বিএনপির দুই নেতাসহ চেয়ারম্যান পদে লড়ছেন নয় জন প্রার্থী ইতালির লিগ পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো ইন্টার মিলান

দক্ষিণ সুনামগঞ্জে যাত্রাপালার নামে অশ্লীলতার অভিযোগ, বন্ধে জনতার স্মারকলিপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭, ৫.১৩ পিএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রা গানের নামে অশ্লীল ও অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে ফুসে উঠেছেন দক্ষিণ সুনামগঞ্জের সাধারণ জনতা। উপজেলার মুক্তাখাই গ্রামে যাত্রা গানের নামে অশ্লীলতা বন্ধে জেলা প্রশাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন তারা।
এছাড়া বৃহ¯পতিবার বাদ আসার বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে উপজেলার জীবদ্বারা সাতগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম খাঁন সাহেব। এদিকে মাও. আব্দুস শহীদের সভাপতিত্বে শুক্রবার উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর পাশাগঞ্জ বাজারে বিশাল প্রতিবাদ সভা করেছে তৌহিদী জনতা। তবে অশ্লীল যাত্রাগান বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

জানা যায়- শনিবার থেকে উপজেলার মুক্তাখাই গ্রামে টানা ৩ দিনের যাত্রাগানের আয়োজন করতে যাচ্ছে একটি মহল। যাত্রা গানের নামে অশ্লীলতা, মদ, জুয়া সহ অনৈতিক কর্মকান্ডের বিরোধীতা করে আসছেন স্থানীয় জনগন। কিন্তু তবুও আয়োজকরা যাত্রাগান আয়োজনে অনড় থাকায় ক্ষোভে ফুসে উঠেছে জনতা। এর প্রতিবাদে তারা বিক্ষোভ ও প্রতিবাদ সভাসহ টানা কর্মসূচি ঘোষনা করে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহ¯পতিবার বিকেলে তৌহিদী জনতার পক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য পুলিশ সুপার ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরকে নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা  কপি সংশ্লিষ্ট দপ্তরে দিয়ে আসেন মাওলানা সিরাজুল ইসলাম সহ উপস্থিত জনতা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!