স্টাফ রিপোর্টার::
বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে স্থানীয় সুধীজনদের নিয়ে জরুরি সভা করে সুনামগঞ্জ জেলায় ১৯ মার্চ বৃহষ্পতিবার থেকে সবধরনের গণজমায়েত, ওয়াজ মাহফিল, ধর্মীয় সভা-সমাবেশ, কীর্তন, সমবেত প্রার্থনা অনুষ্ঠান, ওরস, মেলা, পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষনা করেছে প্রশাসন। এছাড়াও বৃহষ্পতিবার বিকেলে মন্ত্রীপরিষসদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কর্তৃক জরুরি ভিডিও কনফারেন্সেও ওয়াজ মাহফিল ও গণজমায়েত বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিকেলে মন্ত্রীপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কর্তৃক ভিডিও কনফারেন্সে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইন মেনে চলা ও ওয়াজ মাহফিলসহ সকল গণজমায়েত বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর থাকার নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা না মানলে তাদেরকে কঠোর হওয়ারও নির্দেশনা দিয়েছেন তারা।