1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তাহিরপুৃর ও বিশ্বম্ভরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ৮.৩৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপার্টার ::
বিশ্বম্ভরপুরে তথ্য অধিকার “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” বিষয়ক তাহিরপুর ও বিশ^ম্ভরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল শনিবার দুপুরে আনুষ্টানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, জেলা তথ্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী প্রশিক্ষনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিকদের তথ্য অধিকার “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ “বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এবং প্রশিক্ষনের সনদপত্র বিতরণ করা হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহযোগিতায় সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ বিষয়ক দুই দিনের কর্মশালা প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাাসন ও উন্নয়ন) মো. মুনজুরুল আলম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম, উপ পরিচালক আবুজার গাফফারী, সহকারী পরিচালক নাফিস আহমেদ, মো. আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন। প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্টান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মুনজুরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ^ম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম। সব শেষে অংশগ্রহনকারী ২৫ জন সাংবাদিকদের ৪টি গ্রুপে বিভক্ত করে গত দুইদিনের প্রশিক্ষনের বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন তৈরি করতে বলা হয়। এর মধ্যে থেকে ১ম স্থান অর্জন করে তাহিরপুর উপজেলার শিমুল গ্রুপ। এগ্রুপের সদস্যরা ছিলেন, সাংবাদিক আলম সাব্বির, সাজ্জাদ হোসেন শাহ্, আবির হাসান-মানিক, বেলায়েত হোসেন, সফিউল আলম, শফিকুল ইসলাম ও ২য় স্থান অর্জন করে বিশ^ম্ভরপুর উপজেলার রজনীগন্ধা। এগ্রুপের সাংবাদিক স্বপন কুমার বর্মণ, কাজী নেছার আহমদ, পারভেজ আহমেদ, মো. নুরুল ইসলাম, মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!