1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

১১ জানুয়ারি সুনামগঞ্জের ৩লাখ ৯৫ হাজার শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ১০.৩৫ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ৩ লক্ষ ৯৫ হাজার ৬৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামি ১১ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় জেলা ইপিআই ভবন মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানায় সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধমে সুনামগঞ্জের (৬-১১) মাস বয়সী ৪৪ হাজার ৭৪৮ শিশু ও (১২-৫৯) মাস বয়সী ৩ লক্ষ ৪৫ হাজার ৯৩৫ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া সুনামগঞ্জে (৬-১১) মাস বয়সী ৪৪৮ ও (১২-৫৯) মাস বয়সী ৩ হাজার ৯৩৬ জন প্রতিবন্ধী শিশুকেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সুনামগঞ্জের ১১ টি উপজেলায় ১৪ টি স্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি ২ হাজার ১৬৭ টি অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলা হবে। তাছাড়া বাস টার্মিনাল, ফেরিঘাট ও রেলস্টেশনে ৩৬ টি ভ্রাম্যমান টিকাদান কেন্দ্র খোলা হবে, যার মাধ্যমে স্বাস্থ্য সহকারী, এফডব্লিউ, প্রথম সারির সুপারভাইজার এবং সেচ্ছাসেবী ৫ হাজার ৪৭৯ জন কর্মকর্তা কাজ করবেন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আশরাফুল ইসলাম জানান, ১১ জানুয়ারির পর ক্যাম্পেইন শেষ হলেও সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলা ৩৫ টি ইউনিয়নের ৪ দিন এলাকা ঘুরে ঘুরে বাদ পড়া শিশুদের অনুসন্ধান করে টিকা খাওয়ানো হবে। তাছাড়া তিনি বলেন, ১১ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। সিভিল সার্জন কার্যালয়ের সিসিটি মো. ফজলুল করিমের সঞ্চলনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডা. ননী ভূষন তালুকদার, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!