1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

এরিকের সম্পদের উপর জিএম কাদেরের লোভ!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ২.২৩ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। তিনি বলেন, ‘আমার সম্পদের ওপর চাচার (জিএম কাদের) লোভ আছে। আমরা ভয়ে বাসার বাইরে যেতে পারছি না। বাসা থেকে বের হলে আর প্রবেশ করতে পারবো কিনা, এমন ভয় পাচ্ছি।’
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরিক এসব কথা বলেন।
এসময় এরিক জানান, নিজের প্রয়োজনেই তিনি মা বিদিশাকে বাসায় ডেকে এনেছেন। তিনি বলেন, ‘আমিই মাকে ফোন করে খাবার রান্না করে বারিধারার প্রেসিডেন্ট পার্কে আসতে বলেছিলাম। তিনি নিজের ইচ্ছায় আসেননি।’
তিনি সাংবাদিকদের বলেন, আমি মাকে ফোন করে বলেছি, আমার অসুবিধা হচ্ছে, ঠিকমতো খাওয়া-দাওয়া পাচ্ছি না। এজন্য মা একটু রান্না করে এনেছেন। আমি তাকে এখানে থাকতে বলেছি। মৃত্যুর আগে বাবা আমাকে বলে গেছেন, কোনোভাবে তোমার মাকে কষ্ট দিও না। মায়ের পায়ের নিচে বেহেশত। রাজনৈতিক কারণে আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আর নতুন করে কোনও কষ্ট দিও না।
এরিক বলেন, ‘আমার চাচা জিএম কাদের বলেছেন, বল প্রয়োগ করে মা (বিদিশা) এখানে এসেছেন। এটা ভিত্তিহীন।’
তিনি আরও বলেন, ‘মা নাকি অস্ত্র নিয়ে বাসায় এসেছেন, এটা সত্য কথা না।’ অস্ত্র নিয়ে আসলে পুলিশের লোকেরা তাকে প্রবেশ করতে অনুমতি দিতো না বলে জানান তিনি।
এরিককে নির্যাতনের অভিযোগ বিদিশার
সম্পদের লোভে এরিককে তার চাচা জিএম কাদের নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছেন বিদিশা। তিনি বলেন, ‘তার চাচার এরিকের প্রতি কোনও আগ্রহ নেই। আগ্রহ এরিকের সম্পদের প্রতি। সম্পদের জন্য তিনি এরিককে নানাভাবে নির্যাতন করেছেন। এমনকি এই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে খেতে পর্যন্ত দিচ্ছেন না। না খেতে পেরে আমার সন্তান শুকিয়ে গেছে।
ড্রাইভারও এরিকের গায়ে হাত তুলেছে দাবি করে বিদিশা বলেন, ‘ড্রাইভার কিভাবে সাহস পায় ওর গায়ে হাত তোলার? আরও যেসব অত্যাচার-নির্যাতন করেছে সেটা মা হিসেবে বলতে পারবো না। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বাইরে যেতে পারছি না, ভয় পাচ্ছি। ঘর থেকে বের হলে ফিরতে পারবো কিনা এর নিশ্চয়তা নেই।’
বিদিশা বলেন, ‘শেষ কথা আমি আমার সন্তানের অধিকার ছাড়বো না। ছেলের সঙ্গে থাকবো।’ সন্তান যেখানে থাকতে বলবে তিনি সেখানেই থাকবেন বলে জানান বিদিশা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!