স্টাফ রিপোর্টার::
দেশ বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিতব্য প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনের রেজিস্ট্রেশনের মেয়াদ আরো ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধির ঘোষণা দেন উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী ও সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিন।
এই ঘোষণার ফলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
এদিকে কলেজের ৭৫ বছর উদযাপন উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা উৎসব সফল করতে নানা প্রস্তুতির পাশাপাশি অনুষ্ঠান উৎসবমুখর করতে বিভিন্ন পরামর্শও দিচ্ছেন। প্রাক্তন শিক্ষার্থীরা উৎসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে বন্ধু বান্ধবদের দৃষ্টি আকর্ষণ করতেও দেখা যাচ্ছে।
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী ও সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিন বলেন, উৎসব নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল। প্রতিদিনই নানা পরামর্শ দিচ্ছেন। তারা সবাই চান উৎসবটি প্রানবন্ত ও আনন্দদায়ক হোক। দেশ বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে আরো ১০ দিন সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
উল্লেখ্য আগামী ১৭-১৮ জানুয়ারি দুদিন ব্যাপী ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হবে।