1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

সরিয়ে নেয়া হচ্ছে দিরাই থানা পয়েন্টের ময়লার স্তুুপ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯, ১২.৩৮ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
দিরাই পৌর শহরের ব্যস্ততম এলাকা থানা পয়েন্ট থেকে ময়লা অপসারণ করে নিচ্ছে পৌর কর্তৃপক্ষ। জনগুরুত্বপুর্ণ এই স্থানে ময়লার ভাগাড় নিয়ে গত ৪ অক্টোবর দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনে ফলাও করে সংবাদ প্রচার করে। এরই প্রেক্ষিতে পৌরসভা এস্থান থেকে ময়লা সরিয়ে নিতে উদ্যোগ নেয়। সোমবার সরজমিন গিয়ে দেখা যায়, পৌরসভার মালবাহী ট্রাক ও কয়েকজন শ্রমিক ময়লা অপসারণে কাজ করছেন। পাশে দাঁড়িয়ে অপসারণ কাজ তদারকি করছেন ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়। এসময় বিশ্বজিৎ রায় বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা এ-ই স্থানে যাতে ময়লা না ফেলে তার ব্যবস্থা নেয়া হয়েছে, পাশাপাশি সেন মার্কেট জালাল সিটি সেন্টারসহ আশপাশের ব্যবসায়ীদের এখানে ময়লা না ফেলতে নোটিশ দেয়া হবে। তিনি এবিষয়ে সংবাদ প্রকাশ করার জন্য দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন ও কলম শক্তি ডটকম কর্তৃপক্ষ কে সাধুবাদ জানান এবং এরকম অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও বেশী বেশী সংবাদে প্রকাশে তাগাদা দেন। তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুবকর সিদ্দিক, পৌর যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ, দিরাই পৌরসভায় কর্মরত আব্দুল মোমেন, হানিফ আকন্দ প্রমুখ।
এদিকে ময়লা অপসারণে কাজ শুরু করাতে পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী ও সচেতন নাগরিকগন। ব্যবসায়ী রাহুল রায় বলেন, অপসারণের পাশাপাশি ভবিষ্যতে যাতে এখানে আর ময়লা না ফেলা হয়ে সে বিষয়ে নজরদারি রাখতে হবে। রুকনুজ্জামান জহুরী বলেন, ময়লা অপসারণের উদ্যোগকে স্বাগত জানাই, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনকে ধন্যবাদ জানাই বিষয়টি জনসমক্ষে আনার জন্য।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!