1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় মবসন্ত্রাসে মা ও ছেলে মেয়েকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ: মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিবে সরকার সুনামগঞ্জ সদর হাসপাতাল: সিন্ডিকেট ভেঙে সেবাকেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।। ইকবাল কাগজী সিলেটে পাথর কোয়ারি খোলার দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি, একাত্মতা প্রকাশ ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ধ্রুব এষ পেলেন ব্র্যাক—সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ হাওরে নয়া পানি বাস সংকট সমাধানের জন্য ৮দিনের আল্টিমেটাম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিএনপি সংবিধান রক্ষার পক্ষে, ছুড়ে ফেলার বিপক্ষে: রুহুল কবির রিজভী সরকারের কঠোর অবস্থানের কারণে আতঙ্কে এনবিআর কর্মীরা তারেক রহমান দেশে ফিরে জনগণের দিশারী হয়ে দেখা দিবেন: কামরুল

‘ছেলেধরা গুজবে সাড়া না দিয়ে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে: ডিআইজি কামরুল

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ৪.১৩ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর
ছেলেধরা গুজবে অহেতুক সাড়া না দিয়ে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করা যায় তাহলে সবার সম্বন্নিত প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দুর করা সম্ভব হবে।
রবিবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা ভবন প্রাঙ্গনে ছেলেধরা গুজব, মাদক , জঙ্গি বিরোধী সম্প্রসারিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধানবক্তা হিসাবে পুলিশের সিলেট রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক ( ডিআইজি) মো. কামরুল আহসান (বিপিএম বার) উপরোক্ত কথাগুলো বলেছেন।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে তিনি আরো বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনায় ২৫ জুলাই থেকে ৩১ জুলাই সপ্তাহব্যাপী গুজব বিরোধী প্রচার –প্রচারনার অংশ হিসাবে এ সভায় একটি কথাই বলতে চাই ‘এখন আপনাদের হাতের মুঠোয় পুরোবিশ্ব’। সড়কে, বাসায়, অফিস পাড়ায় প্রায় সর্বত্রই এখন সিসি ক্যামেরা লাগানো থাকে, মুঠোফোনে যখন যেখানে যে ঘটনা ঘটে সেখানকার ঘটনার স্থির, চিত্র ভিডিও ফুটেজ নেয়ারপর ইন্টারনেটের বদৌলতে পুরো বিশ্ববাসী তা দেখার ও জানার সুযোগ পান। ১০০ থেকে ১৫০ বছরের পুর্বের সেই রুপ কথার গল্পের মত পদ্মা সেতুতে শিশুর মাথা লাগবে এমন একটি ফাউ গুজব ছড়িয়ে দেশ বিরোধীচক্র সারা দেশে নৈরাজ্য ও অপতৎপরতার প্রসার ঘটনানোর চেষ্টা করেছে। কোন কোন এলাকায় ছেলেধরা গুজব রটিয়ে নিরীহ লোকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেক্ষেত্রে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ফৌজধারী অপরাধে মামলা হয়েছে এবং তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। অতএব এমন গুজবে সাড়া দিয়ে আইন কখনো কেউ নিজের হাতে তুলে নেবেন না।
ডিআইজি আরো বলেন, দেশে জঙ্গিবাদ যেভাবে মাথাছাড়া দিয়ে উঠেছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে, তবে একেবারে নির্মুল হয়নি। সে ব্যাপারের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশের মুলশক্তি হল যুব সমাজ। সেই যুব সমাজকে মাদক ধ্বংস করে দিচ্ছে।
জাতীর জনক বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে গেলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে একযোগে এক কাতারে এগিয়ে আসতে তাহলে দেশ থেকে চিরতরে মাদক নির্মুল করতে হবে।
মাদক ব্যবসায়ী, এর পুজিদাতা, আশ্রয়দাতা, দালাল, তদবীরবাজ কাউকেই আমরা ছাড় দেবনা। পুলিশের কোন সদস্য যদি মাদকের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে প্রমাণ পেলে তাকে চাকুরিচুত্য এমনকি তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি হুশিযায়রী প্রদান করেন।
ডিআইজি সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম প্রসঙ্গ তুলে ধরে বলেন, কমিউনিটি পুলিশিং ’র কাজকে মনিটরিং করতে আমি সিলেট বিভাগের চার জেলার প্রতিটি ইউনিয়নে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যকমের সুচনা করি। ইউনিয়ন পরিষদ ভবনে স্থানীয় জনপ্রতিনিধি একটি কক্ষ দিয়েছেন সেখানে সপ্তাহের দুইদিন শনি ও সোমবার বেলা ১২ টা থেকে ২টা পর্য্যন্ত থানার নির্ধারিত একজন এসআই ও এএসআই সরাসরি সরজমিনে ভোক্তভোগীর সমস্যার কথা শুনবেন, সমাধানের জন্য প্রাথমিক চেষ্টারপর আইনি সহায়তা দেবেন।
এ কার্যক্রম যত জোরদার হবে ততই পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌছে যাবে । এতে করে টাকা পয়সা খরচ করে যাতায়াত বিরম্বনা সয়ে কাউকে কষ্ট করে থানায় আসতে হবেনা। জরুরী প্রয়োজেনে যে কোন মোবাইল ফোন থেকে ‘৯৯৯’ কল করুন, দেখবেন দ্রুত পুলিশী সেবা দিতে একদল চৌকস পুলিশ সদস্য পৌছে যাবে ঘটনাস্থলে আপনার নিকটে।
তাহিরপুর থানার এসআই মো. আমির উদ্দিনের সঞ্চালনায় ওসি মো. আতিকুর রহমানের স্বাগত বক্তব্য’র মাধ্যমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি।,
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, সিনিয়র সহকারি পুলিশ সুপার গৌতম রায়, সহকারি পুলিশ সুপার তাহিরপুর (সার্কেল) মো. বাবুল আক্তার, ডিবির ওসি কাজি মোক্তাদীর হোসেন , ডিআইও-টু আব্দুল লতিফ তরফদার,(ওসি তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার সহ উপজেলা বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান,ব্যবসায়ী, শ্রমজীবী, কমিউনিিিট পুলিশিং’র সদস্য, উপজেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ,বিভিন্ন শ্রেশিপেশার লোকজন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!