হাওর ডেস্ক ::
বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গত কয়েক দিন যাবত বিএনপি কয়েকটি জায়গায় নামমাত্র ত্রাণ দেওয়ার নামে ফটোসেশন করেছে। এটা ছিল লোক দেখানো।
আজ রবিবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সারাদেশে বন্যাদুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করা আরেকটি চ্যালেঞ্জ। এই দুটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ছয়টি ত্রাণ টিম প্রথম দিন থেকে সর্বাত্মক কাজ করছে। আমরা মানুষের কল্যাণে মানবতার টানে মানুষের পাশে দাঁড়াই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্ব রেকর্ড করেছেন।
তিনি বলেন, ডেঙ্গুকে আমরা সহজভাবে নিচ্ছি না। সিরিয়াসলি নিয়েছি, আমরা ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। আমাদের দলের নেত্রী বলেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। আমরা দলের পক্ষ থেকে সচেতনতামূলক, সতর্কতামূলক সভা-সমাবেশ করব, জনগণকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করব।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি বন্য দুর্গতদের সর্বাত্মক সহযোগিতা করাও চ্যালেঞ্জ। এদুটি চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের ছয়টি ত্রাণ টিম প্রথম দিন থেকে সর্বাত্মকভাবে কাজ করছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও মানব সম্পাদক সামসুন্নাহার চাঁপা ও কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এ সময় বক্তব্য দেন।