স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুরে বন্যাকবলিত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বুধ্বার দিনব্যাপী তাহিরপুরের হাওরতীরবর্তী বিভিন্ন গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যাকবলিত পরিবারের লোকজনের হাতে জেলা পরিষদ সদস্য,উপজেলা আওয়ামীলীগের সভাপতি, শ্রীপুর উওর ইউনিয়নের চারবারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্¦ আবুল হোসেন খান তার ব্যাক্তিগত হতবিল হতে ত্রাণ সামগ্রী তুলে দেন ।,
গারা জেলার ন্যায় উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নে পাহাড়ি ঢলে বন্যা কবলিত হাওর তীরবর্তী মুজরাই, মন্দিয়াতা, কামালপুর, বিনোদপুর, পানিয়াখালী, ইন্দ্রপুর, বিনোদপুর, তেরঘর, কামনাপাড়া,সোনাপুর, রতনপুর, রঙ্গাছাড়া,বিরেন্দ্রনগর,বাগলী,কচুয়াছড়া গ্রামে দলীয় ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিনব্যাপী এ ত্রাণসামগ্রী বিতরণ করেন ।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, ১ কেজি আটা,১ কেজি ডাল, ১কেজি গুড়,১ কেজি লবন, ১টি গোসলের সাবান, ১টি কাপড় ধোয়ার সাবান, ৫ প্যাকেট খাবার স্যালাইন, শিশুখাদ্য, ৫টি মোমবাতি, ২টি দেয়াশলাই, ১টি শাড়ি, ১টি লুঙ্গি।
এ সময় উপজেলার শ্রীপুর উওর ইউনিযন আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা, সোহরাব হোসেন, ওমর আলী, মাহিদুল হায়দার লিটন, হেলাল মিয়া,আলী হোসেন,ডা.মনিরুজ্জামান মনির, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ মোস্তফা, দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শের আলী, মজিবুর রহমান, যুবলীগ নেতা বাবুল আহমেদ তালুকদার,জাহেদ মিয়া,স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমদ রতন প্রমুখ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।