দিরাই প্রতিনিধি::
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ দিরাইয়ে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) বিশ^জিৎ দেব। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান, ফিল্ড এ্যাসিস্টেন্ট রতন সরকার, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, ইমরান হোসাইন, মোশাহিদ আহমদ, রুকনুজ্জামান, যুবলীগ নেতা রায়হান মিয়া, সফল মৎস্য চাষী শাহীন আলম রুবেল, মিজানুর রহমান, সৈয়দ আজমল আলী, ফুজায়েল আহমদ চৌধুরী প্রমুখ।