স্টাফ রিপোর্টার::
বন্যা কবলিত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ দুই শত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সরকারি এই বরাদ্দ বন্যাক্রান্তদের মধ্যে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী। তিনি ইউপি সদস্যবৃন্দ, সচিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্থদের হাতে এই ত্রাণ তুলে দেন। জরুরি মুহুর্তে ত্রাণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্যার্তরা। তবে ত্রাণের পরিমাণ বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন তারা।
চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী বলেন, আমরা সুষ্টুভাবে বরাদ্দ বিতরণ করেছি। তবে বরাদ্দের পরিমাণ ক্ষতির তুলনায় কম। আমার ইউনিয়নের ক্ষতিগ্রস্থ গরিব মানুষের জন্য ত্রাণ প্রয়োজন। আমি বরাদ্দ বাড়ানোর জন্য উর্ধতন কর্তৃপক্ষকে বলেছি।