স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার সোমবার দুপুরে ধর্মপাশার বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সুখাইড় রাজাপুর উওর ইউনিয়নের গোলকপুর, নুরপুর, বাবুপুর, দিগজান ও ইসলামপুরে গ্রামে চালসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
কয়েক শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ভিটামিন বি কমপ্লেক্স ও প্যারাসিটামল সিরাপ বিতরণ করেন এবং বন্যা কবলিত লোকজনের খোঁজ-খবর নেন।
ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আছাব উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনু বেপারি, ধর্মপাশা কৃষক লীগ নেতা আনোয়ার হোসেন ডা. জসিম উদ্দিন, ফেনারবাঁক ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক একলিমুর রেজা চৌধুরী মানিক, কৃষক লীগ নেতা মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, মামুন মিয়া,সানোয়ার আলম সেন্টু প্রমুখ।