1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

শাল্লায় নিম্নাঞ্চল প্লাবিত: দুর্ভোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০১৯, ২.২৬ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর সহ উজানের পানি কমলে ও অবিরাম বৃষ্টির কারণে প্লাবিত হচ্ছে ভাটির উপজেলা শাল্লা। প্রতিদিনের ন্যায় সোমবার সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে উজানের পানি ও নামছে ফলে নতুন নতুন গ্রামে বন্যার পানি প্রবেশ করছে। বাড়তে শুরু করেছে শাল্লার নদ নদী হাওরের পানি। পানি বৃদ্ধি কারণে উপজেলার চার ইউনিয়নের বেশ কয়েকটি নতুন পাড়া, স্কুল বন্যার পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানে ঢলের পানি ভাটিতে নেমে যাওয়ায় হাওর পাড়ের উপজেলাগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে । আরো যদি বৃষ্টি হয় তাহলে পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
প্রতিনিয়ত যে ভাবে পানি বাড়ছে এর ফলে শাল্লার নিম্নাঞ্চল বন্যার পানিতে সম্পুর্ন তলিয়ে যাবে বলে স্থানীয় প্রশাসন মনে করছেন । আতঙ্ক উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন সাধারণ মানুষ। নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন গ্রাম। পানির নিচে তলিয়ে গেছে বিভিন্ন কাঁচা-পাকা সড়ক। এখন পর্যন্ত যে সব গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে সেগুলো হল– বাহাড়ানায়াপাড়া, যাত্রাপুর, সুখলাইন নায়াহাটি, আনন্দপুর নতুনহাটি,নাছিরপুর, নওয়াগাও,বড়গাও নতুনহাটি, পুটকা,খলাপাড়া, গোবিন্দপুর, মনুয়া নতুনপাড়া শান্তিপুর,মুক্তারপুর, আঙ্গারুয়া, হরিনগর সহ বহু গ্রাম। এসব গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন জানান ইতি মধ্যেই শাল্লার চারটি ইউনিয়নে চার জন অফিসারের মাধ্যমে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। আবার যে সব গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে, সেখানকার লোকজনকে আশ্রয় কেন্দ্র ( উচু স্কুলে) আশ্রয় নিতে বলা হয়েছে। তিনি আরো বলেন শাল্লা উপজেলা প্রশাসন সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান। সোমবার সরজমিনে বন্যা পরিস্থিতি দেখতে সাংসদ ড.জয়া সেনগুপ্তা শাল্লায় অবস্থান করছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!