স্টাফ রিপোর্টার::
পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে ‘যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জ’র মানববন্ধন আগামী বৃহষ্পতিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হবে। আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) অনুষ্ঠিত মানবন্ধনে সকল শ্রেণিপেশার মানুষজনকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর ও সদস্য সচিব এডভোকেট বোরহান উদ্দিন দোলন। উল্লেখ্য পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ (মঙ্গলবার) মানববন্ধন কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। কিন্তু জামালগঞ্জ উপজেলা নির্বাচনের কারণে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ চলে যাবেন বলে সংশ্লিষ্টরা পিছিয়ে আগামী বৃহষ্পতিবার কর্মসূচি ঘোষণা করেছেন। ওইদিন মানববন্ধনে ইস্যুভিত্তিক আরো কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ১৬ জুন রাতে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জ গঠিত হয়েছে। এই সংগঠন জেলাার যাত্রী হয়রানীর বিরুদ্ধে সাধারণ জনগণকে নিয়ে প্রচলিত আইন কানুন মেনে কর্মসূচি ঘোষণা দিবে। তাছাড়া পরিবহন মালিক-শ্রমিকদের অনৈতিক পরিবহন ধর্মঘটসহ বিআরটিসি বাস চালুর প্রতিবাদে জনগণকে নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করবেন। সংগঠন সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসির বাস বৃদ্ধি ও উন্নত বাস চালুর দাবিসহ পরিবহন মালিকদেরও উন্নত বাস এনে উন্নত সেবা দেবার আহ্বান জানিয়েছেন। যাত্রী জিম্মি করে কর্মসূচি দিলে জনগণ প্রতিহত করবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।