স্টাফ রিপোর্টার ::
মধ্যপ্রাচ্যের বাহরাইনে আমরা সুনামগঞ্জবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশী মালিকানাধীন বাহরাইন মানামা কিউ রেস্টুরেন্টে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের ইনফরমেশন অফিসার মোহাম্মদ তাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য সংগঠনের প্রধান উপদেষ্টা জুয়েল আহমদ, সহ সভাপতি আমিনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক অব্দুল মালেক, প্রচার সম্পাদক ফরহাদ গণি, সাংস্কৃতিক সম্পাদক, সুজন আহমদ, ক্রীড়া সম্পাদক মামুন আহমদ, ফুটবল দল অধিনায়ক শাহীন আহমদ প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের সকল সদস্য বৃন্দ।