হাওর ডেস্ক ::
ঢাকায় অনেক চরাঞ্চল প্রকল্পের গাড়ি চলাচল করতে দেখা যায় মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, চরাঞ্চলের গাড়ি শুধু চর এলাকায় থাকবে। এটা ঢাকায় থাকার কথা নয়। বর্তমান সরকার চরের উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প পরিচালকদের উচিত হবে চরে থেকেই প্রকল্প বাস্তবায়ন করতে। চরের মানুষ দরিদ্র থেকে আরো দরিদ্র। সুতরাং, চর এলাকার প্রকল্প বাস্তবায়ন করতে আরো মানবিক হতে হবে। চর এলাকায় নিরাপদ, স্যানিটেশন, বিদ্যুৎ নিশ্চিত করা জরুরি।
আজ সোমবার শেরেবাংলা নগরে নিজ দফতরে ন্যাশনাল চর অ্যালায়েন্স প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান একথা বলেন।
তিনি বলেন, ‘চরে জমির মালিকানার বিষয়ে একটা জটিলতা তৈরি হয়। নদী এলাকায় হঠাৎ চর জেগে ওঠে তখন মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। ’ চর এলাকায় ছোট ছোট প্রকল্প পিকেএসএফ-এর মাধ্যমে বাস্তবায়নে মত দেন পরিকল্পনামন্ত্রী।