মুজিবুর রহমান, ছাতকঃ
ছাতক উপজেলার বুরাইয়া কামিল (এমএ) মাদ্রাসার বহুল প্রত্যাশীত নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন ঘোষনা করা হয়েছে। বৃহঃবার এই ভবনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও বুরাইয়া কামিল (এমএ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছৈলা-আফজালাবাদ ইউ পি চেয়ারম্যান গয়াছ আহমদ, ভাতগাঁও ইউ পি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, দোলার বাজার ইউ/পি চেয়ারম্যান সায়েস্থা মিয়া, উত্তর খুরমা ইউ/পি চেয়ারম্যান বিল্লাল আহমদ সহ ছাতক উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।