স্টাফ রিপোর্টার::
প্রাথমিক শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্টিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল আহমদ। তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চাননবালার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক একেএম শাফায়াত আলম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রদীপ সিংহ, পিটিআই সুপার মো. গিয়াস উদ্দিন, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা গোকূল চন্দ্র, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসাইন প্রমুখ। মতিবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দও বক্তব্য দেন। তারা প্রাথমিক বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন।
শিক্ষকদের নিয়ে মতবিনিময় শেষে মহাপরিচালক সোহেল আহমদ সদর উপজেলার মাসতুরা মবিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।