স্টাফ রিপোর্টার::
ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় উপদেষ্টা ও হাইকোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি সুনামগঞ্জ জেলা শাখা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য একটি বিশেষ কাজে সুনামগঞ্জ শহরে এসেছেন শামসুদ্দিন চৌধুরী মানিক।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক ও লেখক এনামুল কবীর, গল্পকার সুবল বিশ্বাস, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সাংবাদিক শামস শামীম, হিরক তালুকদার, জাহাঙ্গীর আলম প্রমুখ।